AlorPathoJatri


“আমি যখন ছবি তুলি তখন আমার মনে হয় মহাবিশ্বের একটি টুকরো আমি হাতে রেখেছি ” — পল চ্যাপলো

প্রথম যেদিন ক্যামেরাকে হাতে নিই সেদিন প্রকৃতির সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দি করার পর ঠিক এরকমই একটা অনুভূতি হয়েছিল । এরপর বিভিন্ন মুহূর্তগুলোকে লেন্সবন্দি করাটা ধীরে ধীরে একটা নেশাতেই পরিণত হয়ে গেলো । ছবি তোলার মাঝে মাটির কাছাকাছি থাকা মানুষের সান্নিধ্যে সন্ধান পেলাম এক উন্মুক্ত , উদার ,অচেনা জগতের । প্রত্যেক ছবির যেমন নিজস্ব একটা গল্প থাকে , ঠিক তেমনই সেই ছবির পেছনে ও থাকে একটা গল্প। ছবির পেছনে থাকা সেই গল্পগুলো আমাকে বড্ডো নাড়া দিলো। আর এই কারণে প্রকৃতি , ইতিহাস, শিল্প – সংস্কৃতি ,ভ্রমণ ইত্যাদি নিয়ে লেখা ও লেন্সবন্দী করার পাশাপাশি সেইসব উপলব্ধিগুলোকেও তুলে ধরার চেষ্টা করলাম। পড়বেন, মতামত জানাবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *