যা ক্যামেরাবন্দি করি তারই কাটাছেঁড়া করাটা নেশা.
About me
Name – Kuhali Banerjee
Gender – Female
Qualification – M.A (Beng) B.Ed
Occupation – Housewife.
Introduction
“আমি যখন ছবি তুলি তখন আমার মনে হয় মহাবিশ্বের একটি টুকরো আমি হাতে রেখেছি ”
পল চ্যাপলো
প্রথম যেদিন ক্যামেরাকে হাতে নিই সেদিন প্রকৃতির সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দি করার পর ঠিক এরকমই একটা অনুভূতি হয়েছিল I এরপর বিভিন্ন মুহূর্তগুলোকে লেন্সবন্দি করাটা ধীরে ধীরে একটা নেশাতে পরিণত হলো I ছবি তোলার মাঝে মাটির কাছাকাছি থাকা মানুষের সান্নিধ্যে সন্ধান পেলাম এক উন্মুক্ত , উদার ,অচেনা জগতের I প্রত্যেক ছবির যেমন নিজস্ব একটা গল্প থাকে , ঠিক তেমনই সেই ছবির পেছনে ও থাকে একটা গল্প I সেই গল্পগুলো আমাকে বড্ডো নাড়া দিলো I আর সেই কারণে প্রকৃতি , ধর্ম ,শিল্প – সংস্কৃতি ,ভ্রমণ , ইতিহাসের বিভিন্ন বিষয়ে লেন্সবন্দি করার পাশাপাশি সেইসব মনছুঁয়ে যাওয়া উপলব্ধিগুলো মনের মাঝে জায়গা করে নিয়েছে I ছবি আর লেখার মধ্য দিয়ে সেই সব উপলব্ধিগুলোর প্রতি আলোকপাত করার চেষ্টা করলাম I