-
ভ্রমণ// মকরসংক্রান্তিতে পুরুলিয়ায় টুসু পরব
আমাদের বাঙালীদের জাতীয় উৎসব দুর্গাপুজো আর রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের জাতীয় উৎসব হল টুসু পরব । তবে এই পরবের ব্যাপ্তি অবশ্য বিহার, ঝাড়খণ্ডেও। রাঢ়বঙ্গের গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে টুসু অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকলেও বর্তমানে তা শহুরে জীবনে যে বেশ ছড়িয়ে পড়েছে তা কংসাবতী নদীর সেতুর ভিড় দেখে বোঝা গেল। মকরসংক্রান্তির দিন পুরুলিয়া শহর লাগোয়া নদীতে…